সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে পেলেকে টপকেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালীয় লিগে উদিনিজের বিরুদ্ধে জোড়া গোল করে পেলের ৭৫৭ টি গোলের নজির ভেঙে দেন সি আর সেভেন। অদ্ভুতভাবে এই ঘটনার পরেই ইনস্টাগ্রামে পেলের পরিচিতির পাশে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার গোলসংখ্যা ৭৫৭ থেকে বদলে ১২৮৩ হয়ে যায়। যথারীতি ফুটবলমহলে শুরু হয় বিতর্ক। হইচই শুরু হয়ে নেটিজেনদের মধ্যেও। পর্তুগিজ তারকার কৃতিত্ব মানছেন না পেলে, এমনই দাবি করেন অনেকে। উল্লেখ্য, তার কিছুদিন আগে একটি ক্লাবের হয়ে সবথেকে বেশি গোলের দৌড়ে লিওনেল মেসি যখন পেলেকে টপকান, তখন ব্রাজিলীয় ক্লাব স্যান্টোস এর বিরোধিতা করেছিল।
এবার বিতর্কের মুখে পড়ে পেলে সাফ জানালেন, ইনস্টাগ্রামে নতুন করে কোনও বায়ো আপডেট করেননি তিনি। তাঁর প্রোফাইলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার যে লেখাটি রয়েছে, তা নাকি ছিল শুরু থেকেই। এ নিয়েও চলছে বিস্তর আলোচনা। অনেকে সমালোচনাও করেছেন তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির।
শুক্রবার পেলে টুইটারে লিখেছেন, “আমার বিরুদ্ধে সংবাদমাধ্যম অভিযোগ করছে যে, বড় তারকারা আমার রেকর্ড ভাঙার পর আমি নাকি নিজের ইনস্টাগ্রাম বায়ো বদলে ফেলেছি। তবে সবাইকে জানাতে চাই, শুরু থেকেই ওই লেখা আমার প্রোফাইলে ছিল।” এরপরেই মেসি, রোনাল্ডোর উদ্দেশে পেলে বার্তা দিয়েছেন, “তোমরা যা করেছ, সেই রেকর্ড থেকে কেউ নজর ঘোরাতে পারবে না।” তবে এতেই চিঁড়ে ভিজছে না।চাপের মুখে পড়েই এমন কাজ করেছেন পেলে, এমনই দাবি করেছেন সমর্থকরা।