মোদী সরকারের নয়া ৩ কৃষি আইন প্রত্যাহারের কৃষকদের আন্দোলনে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। এই নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি স্তরেও বিরোধিতা শুরু করার রাস্তায় হাঁটল রাজ্য। বাংলায় নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন ডাকা হল শুক্রবার। ২৭ ও ২৮ জানুয়ারি এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। শুধু বিধানসভায় বিশেষ অধিবেশনই নয়।
তার আগে সর্বদল বৈঠকও ডাকেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। চলতি সপ্তাহের শুরুতেই নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শীঘ্রই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে। ওই অধিবেশনেই কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। এ দিন সেই বিশেষ অধিবেশনের দিন ঘোষণা করলেন পার্থ। উল্লেখ্য, এর আগে কেরালা, পাঞ্জাবের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি এই প্রস্তাব এনেছে। এবার সেই পথে হাঁটল মমতার রাজ্যও।