‘দ্য শো মাস্ট গো অন’। করোনা কালে এই মন্ত্র মেনেই শুক্রবার থেকে শুরু হয়ে গেল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্ন সভাঘরে এই উৎসবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। উৎসবে সশরীরে থাকতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন শাহরুখ। তিনি বলেন, ‘অতিমারি শিখিয়েছে আমাদের পরিবার সবচেয়ে দামি। আর কলকাতা আমার পরিবার। বাংলা আমার পরিবার। খুব দ্রুত পশ্চিমবঙ্গে যাব, সকলের সঙ্গে দেখা করব।’ শাহরুখকে এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাখিবন্ধনে আসতেই হবে।’
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা, দেব, গৌতম ঘোষ, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী, সোহম, পায়েল, অরিন্দম শীল, ঋতাভরী সহ টলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা। হাজির ছিলেন, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম প্রমুখ।
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে গত বছরে প্রয়াত সকল গুণী শিল্পীদের স্মৃতি চারণ করেন। আবার অভিভাবক সুলভ বার্তা দেন, স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে নেওয়ার জন্য। পাশাপাশি তিনি বলেন, ‘দেশ বিদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশে যে রাজ্যে চলচ্চিত্র উৎসব হয়, সেই রাজ্যের কিছু সিনেমা দেখানো উচিত। আমার বিশ্বাস, বাংলা আবার বিশ্বসভায় প্রথম জায়গা নেবে। টলিউড সবসময় হলিউড বলিউডের সঙ্গে প্রতিযোগিতায় থাকে। একদিন বলিউড, হলিউডকেও টেক্কা দিয়ে প্রথম স্থানে থাকবে বাংলা সিনেমা।’
উল্লেখ্য, করোনার প্রকোপের জেরে এ বারের উৎসব অনেকটাই নিয়ন্ত্রিত। কোভিডের সংক্রমণ এড়াতে জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধির ওপর। আর সেই কারণে এ বার সিনেমা প্রেমীদের জন্য ব্যবস্থা করা হয়েছে ই-টিকিটের। এ কথা জানান খোদ উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপরে নির্মিত একটি স্বল্প দৈর্ঘ্যের ‘ট্রিবিউট’ দেখান হয়।