শেষমেশ আইপিএলের দ্বাদশ সংস্করণের জন্য নিলামের সম্ভাব্য দিন ঘোষণা করল বিসিসিআই। নিলামের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১১ই ফেব্রুয়ারি। আইপিএলের গভর্নিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে রাখতে চায় ও কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিতে চায় – তার বিস্তারিত তথ্য আগামী ২০শে জানুয়ারির ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানানোর নির্দেশিকা দিয়েছে বোর্ড। যদিও আইপিএলের সূচী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি কোথায় আইপিএলের এই নিলাম হবে, সেটাও এখনও নির্ধারিত হয়নি।
প্রসঙ্গত, এবার মেগা অকশনের পরিকল্পনা ছিল বিসিসিআই-এর। তেমন হলে বেশিরভাগ ক্রিকেটটারদের নতুন দলের হয়ে খেলতে দেখার সম্ভাবনা বাড়ছিল। কিন্তু অতিমারী আবহ এখনও পুরোপুরি আয়ত্তে না আসায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড। এ বছরের আইপিএল ভারতে করা সম্ভব কিনা, তা ঠিক করতে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকতে পারেন প্রাক্তন ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেল ও প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। উল্লেখ্য, করোনার প্রকোপ যদি বাড়তে থাকে, তাহলে গতবারের মতো সংযুক্ত আরব আমিরশাহিতেই হতে পারে এই বছরের আইপিএলও। তবে ভারতই প্রথম পছন্দ বিসিসিআইয়ের। সবটাই নির্ভরশীল রবিবার থেকে শুরু হতে চলা মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির ওপর। এই টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজিত হলে ভারতেই বসবে আইপিএলের দ্বাদশ পর্বের আসর। তবে অনুসরণ করা হবে জৈব সুরক্ষা বলয়।