কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনার দিনই খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ৫০ শতাংশ নয়, সিনেমা হলের সব আসনেই দর্শকরা বসতে পারবেন। হল মালিকরা বিক্রি করতে পারবেন ১০০ শতাংশ টিকিটই। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন নির্দেশে স্বভাবতই খুশি সিনেমা হলগুলির মালিকরা। তবে ১০০ শতাংশ টিকিট বিক্রির পাশাপাশি হলের ভিতরে করোনাবিধি মেনে চলার কড়া নির্দেশও দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত হল মালিকরা। হাতে এখনও কোনও নির্দেশিকা আসেনি, তবু মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পাচ্ছেন তাঁরা। যেমন,‘অশোকা’ হলের মালিক প্রবীর রায়ের মতে, ‘‘৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশের পর থেকে ব্যবসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি প্রযোজকরাও এই অবস্থায় বড় ছবি রিলিজ করতে রাজি হননি। আশা করছি, দিদির এই ঘোষণার পর সিনেমা হলগুলির দুর্দিন কিছুটা কাটবে।’’
তবে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিটা শো শেষে হলকে ভাল করে স্যানিটাইজ করার কথা। খুব দ্রুত যেহেতু কোভিড বিদায় নিচ্ছে না, তাই বর্তমানে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা বৃদ্ধি পেলেই পরিস্থিতি কী ভাবে সামলাবেন হল মালিকরা? ‘জয়া’ সিনেমার মালিক মনোজিৎ বণিক বলছেন, ‘‘করোনাবিধি পুরোদস্তুর মেনে চলা হবে। মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার তো আগেও হচ্ছিল, এরপরেও সে দিকে কড়া নজর থাকবে।’’
তবে সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকাসন ভর্তি করার অনুমতি পেলে আগামী দিনে তাঁদের অনেকটাই সুরাহা হবে বলে আশা মালিকদের। গত বছরের শেষ থেকেই কর্মীদের নূন্যতম বেতন দিয়ে কাজে টিকিয়ে রেখেছিলেন মনোজিৎ। তাঁর কথায়, ‘‘আঞ্চলিক ছবির প্রযোজকরা এরপর আবার এগিয়ে আসবেন ছবি রিলিজে। বলিউড বা বিদেশের ছবির পরিবেশকরাও এগিয়ে আসবেন তাঁদের ছবি নিয়ে। তাতে নিঃসন্দেহে ব্যবসার উন্নতি হবে।’’