দু’দিন আগেই জানানো হয়েছিল, দাদা সুস্থ হয়েছেন। বুধবারই ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে। গতকাল রাতে পাকাপাকি ভাবে সেই সিদ্ধান্তই নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শেষ মুহূর্তে পিছিয়ে গেল হাসপাতাল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছুটি। বুধবার নয়, বৃহস্পতিবার বাড়ি ফিরবেন তিনি। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছুটির জন্য যাবতীয় আয়োজন ছিল দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। হাসপাতালের সামনে হাজির ছিল দেশের সমস্ত সংবাদমাধ্যম। সৌরভকে দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার অনুরাগীও। কিন্তু বেলা ১১টার কিছু পরে হাসপাতালের তরফে ঘোষণা করা হয়, আজ নয়, আগামীকাল বাড়ি যাবেন দাদা। এদিন হাসপাতালের তরফে চিকিৎসক রূপালী বসু ঘোষণা করেন, সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের হাসপাতালে ভর্তি হন। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে আজ বাড়ি যেতে চান না তিনি। নিজের ইচ্ছায় তিনি আরও ১ দিন হাসপাতালের পর্যবেক্ষণে থাকতে চান। তাই আজ তাঁর ছুটি হচ্ছে না। ছুটি হবে আগামীকাল বেলা ১০টা নাগাদ।
প্রসঙ্গত, গতকালই ডক্টর দেবী শেঠী সবকিছু ভাল করে খতিয়ে দেখে জানিয়ে দিয়েছিলেন, দাদার হার্টের অবস্থা একেবারে ভাল আছে। যে একটি স্টেন্ট বসানো হয়েছে, তাও ঠিক আছে, অন্য দুটি বসানোর প্রয়োজন থাকলেও তা এই মুহূর্তে প্রয়োজনীয় নয়। ফলে আজ ছুটির কথাই পাকা ছিল। মঙ্গলবার রাতে হাসপাতালের তরফেও জানিয়ে দেওয়া হয়, সকাল সাড়ে ন’টা নাগাদ ছাড়া হবে সৌরভকে। সেই মতো আজ সকাল থেকেই ভিড় উপচে পড়েছিল উডল্যান্ডস হাসপাতাল চত্বরে। দাদার কামব্যাক আরও একবার স্বচক্ষে দেখার লোভ অনেকেই সামলাতে পারেননি। সেই সকাল থেকেই শুভেচ্ছাবার্তা লেখা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে প্রস্তুত ছিলেন সকলে। সাংবাদিকরাও সেখানেই ছিলেন। সৌরভের বেহালার বাড়ির সামনেও হাজির হন তাঁর অনুরাগীরা। কিন্তু সেই আয়োজনে নিজেই জল ঢেলে দিলেন দাদা। হাসপাতাল সূত্রের খবর, এদিন সৌরভকে শুভেচ্ছা জানাতে হাসপাতালের সামনে যে বিপুল ভিড় হয়েছিল তা দেখেই পিছিয়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক। ভক্তদের বাঁধনছাড়া আবেগে কোনও বিপত্তি ঘটার আশঙ্কা করছিলেন তিনি।