দেশ জুড়ে করোনার হানা এবং তা রুখতে জারি হওয়া দীর্ঘমেয়াদি লকডাউনে জেরে পিছিয়ে গিয়েছিল রাজ্যের পুরভোট। যেখানে সব কিছু ঠিক থাকলে গত বছরই রাজ্যের পুরসভাগুলিতে পুরনির্বাচন হয়ে নতুন পুরবোর্ড গঠিত হয়ে যেতে পারতো, সেখানে এখনও বিশ বাঁও জলে পড়ে তা। তবে মঙ্গলবার হাওড়ার পদ্মপুকুরে এক জলপ্রকল্পের উদ্বোধন করতে এসে ২০২১-এ রাজ্যের পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচন করানো হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
গতকাল তিনি বলেন, ‘পুরসভা নির্বাচন করানোর জন্য আমরা তৈরি। করোনার জন্য নির্বাচন করানো যায়নি। কলকাতা – হাওড়া-সহ যে সব জায়গায় নির্বাচন বাকি রয়েছে সেখানে ২০২১ সালে ভোট হবে।’ পাশাপাশি হারের ভয়ে পুরভোট না করানোর যে অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছে তাও নস্যাৎ করে দিয়েছেন ফিরহাদ। তাঁর সাফ কথা, ২০১৬ ও ২০১৯ সালে হাওড়ায় তৃণমূলের ফল থেকেই স্পষ্ট আমরা এগিয়ে। ফলে ভয় পাওয়ার কোনও কারণ দেখি না।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত এপ্রিলে স্থগিত হয়ে যায় পুর নির্বাচন। করোনা পর্বেই একে একে রাজ্যের ১০০-র বেশি পুরসভা ও পুরনিগমের পুর বোর্ডের মেয়াদ ফুরোয়। এর পর প্রায় সমস্ত জায়গায় বিদায়ী বোর্ডের প্রধানকে প্রশাসক নিয়োগ করে সরকার। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের পর ফের রাজ্যে পুরভোট করানোর দাবি উঠতে থাকে। ডিসেম্বরে গুঞ্জন ছড়ায় ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন। কিন্তু এখনো এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন। এরই মধ্যে ২০২১-এ পুরভোট হবে বলে জানিয়ে দিলেন মন্ত্রী।