ক’দিন আগেই অখিলেশ যাদব করোনা ভ্যাকসিনকে ‘বিজেপি ভ্যাকসিন’ বলে কটাক্ষ করে সরাসরি জানিয়েছিলেন, তিনি টিকা নেবেন না। এবার তাঁর পথেই হাঁটলেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক প্রশান্ত বাইরোয়া। ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে, এই অভিযোগ জানানোর পাশাপাশি তিনিও জানিয়ে দিলেন, করোনার টিকা নেবেন না তিনি।
সেই সঙ্গে প্রধানমন্ত্রীকেও বিঁধতে দেখা যায় তাঁকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রশান্ত বলেন, ‘উনি তো দেশীয় সামগ্রীর কথাই বলেন। তাহলে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে স্বদেশির প্রচার করছেন না কেন?’ প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই ভারতের দু-দুটি করোনা প্রতিষেধক জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে। সব ঠিকঠাক থাকলে ১৩ জানুয়ারি শুরু হতে চলেছে টিকাকরণ কর্মসূচিও। ইতিমধ্যে ড্রাই রানও শুরু হয়েছে রাজ্যগুলিতে।
এদিকে অতিমারীর জন্য দেশে যে সব নিষেধাজ্ঞা লাগু রয়েছে তাও তুলে নেওয়ার আর্জি জানান কংগ্রেস নেতা। প্রশান্তর কথায়, ‘করোনা ভাইরাসের জন্য যেসব নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেগুলো তুলে নেওয়ার সময় এসে গিয়েছে। কেননা এর জন্য মানুষ নানা সমস্যায় পড়ছেন। বিশেষ করে নাইট কারফিউয়ের ফলে হোটেল ও ট্যুরিজম শিল্পের সঙ্গে যুক্ত যাঁরা, তাঁদের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।’
এর আগে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব জানিয়েছিলেন, ‘আমি ভ্যাকসিন নেব না। কী করে বিজেপির ভ্যাকসিনকে বিশ্বাস করব?’ সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন, তাঁদের দল ক্ষমতায় এলে প্রত্যেকে বিনামূল্যে করোনার টিকা পাবেন। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। বেগতিক দেখে পরে অখিলেশ টুইট করে দাবি করেন, বিজ্ঞানীদের উপরে তাঁর দৃঢ় বিশ্বাস রয়েছে। কিন্তু তিনি বিজেপির ‘তালি অউর থালি’ অর্থাৎ হাততালি ও থালা বাজানোর অবৈজ্ঞানিক চিন্তাভাবনার বিরোধী।