একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী দেবেন বলে আগে জানিয়ে দিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।ইতিমধ্যেই বাংলায় এসে ফুরফুরা শরিফে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করে ফেলেছেন তিনি। যার পর রাজ্যের মুসলিম ভোট ভাগাভাগি হতে পারে বলেই মনে করা হচ্ছে। এবার বাংলায় ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট ভাগাভাগির আশঙ্কা আরও বাড়িয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিব সেনা। দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে আসবেন স্বয়ং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
শিব সেনার একাংশ সূত্রে খবর, সম্প্রতি দলের শীর্ষ নেতারা ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, দমদম, ব্যারাকপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জায়গায় কমপক্ষে ১০০টি আসনে শিব সেনার প্রার্থী দেওয়া হবে। এর জন্য আগামী ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে এসে এখানকার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক ও সাংসদ অনিল দেশাইয়ের। ওই বৈঠকে বিধানসভা নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ারও কথা।