সাময়িক অস্বস্তি কাটিয়ে স্বস্তি ফিরল টিম ইন্ডিয়ার অন্দরে। সিডনি টেস্টের আগে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত সদস্য এবং সাপোর্ট স্টাফের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে বিসিসিআই।
প্রসঙ্গত বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট সিডনিতে আগামী ৭ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। সোমবারই সিডনি উড়ে গিয়েছেন রাহানেরা। তার আগে মেলবোর্নে গোটা দলের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। সেখানে কোনও অপ্রীতিকর ফলাফল পাওয়া যায়নি। প্রত্যেকেই সংক্রমণবিহীন। ফলত কিছুটা হলেও হাঁপ ছেড়েছে ভারতীয় শিবির। কারণ, দিন দুয়েক আগেই রেস্তোরাঁতে খেতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, নবদীপ সাইনি, পৃথ্বী শ। বায়ো বাবল বিধিলঙ্ঘনের অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। আইসোলেশনেও রাখা হয় এই চারজনকে। যদিও সিডনিতে গোটা দল একইসঙ্গে গিয়েছে। ওই ঘটনা নিয়ে তদন্তও শুরু করেছে দু’দেশের বোর্ড। কিন্তু সেই তদন্তের ফল এখনও অপ্রকাশিত।
এমসিজিতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। কাজেই সিডনি টেস্ট নিয়ে ক্রিকেটমহলে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া দুই দলই। রাহানেরা জিততে পারলে ফের বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের জিম্মায় রাখতে পারবে ভারত।