‘দেশের কৃষক এবং শ্রমিকদের অধিকার রক্ষাই গণতন্ত্রের মূল কথা’, কৃষক–বিক্ষোভ নিয়ে এবার সুর চড়ালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী।
নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। ওদিকে কেন্দ্রের আইন বাতিলের দাবি মানতে নারাজ। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে গতকালই দিল্লী সীমানায় আত্মহত্যা করেছেন আর এক কৃষক। সে প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘কনকনে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে বিগত ৩৯ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা। তাঁদের শরীর–স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। এখনও পর্যন্ত প্রাণ গেছে ৫০ জন আন্দোলনকারী কৃষকের। অনেকে আত্মহত্যাও করেছেন। তা সত্ত্বেও মোদী সরকারের কোনও মন্ত্রীই সান্ত্বনা বার্তা দেওয়ার প্রয়োজন মনে করলেন না। যাঁদের প্রাণ গেছে, তাঁদের শ্রদ্ধা জানাই।’
কেন্দ্রকে আক্রমণ করে সোনিয়া আরও বলেন, ‘স্বাধীনতার পর এমন অহংকারী সরকার আগে আসেনি। যাঁরা আমাদের মুখে ভাত তুলে দেন, সেই কৃষকদের তোয়াক্কাই করে না এই সরকার। সাধারণ নাগরিকদের কথা তো ছেড়েই দিলাম! সরকার ভাবছে, আন্দোলন করতে গিয়ে একটা সময় পর এমনিই ক্লান্ত হয়ে পড়বেন কৃষকরা। এই ধারণা একেবারেই ভুল। কৃষকরা মাথা নত করবেন না। অহংকার ছেড়ে সরকারের উচিত আইন বাতিল করা।’