সপ্তাহ কয়েক আগেই বিজেপি–তে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর থেকে বিভিন্ন সভায় নিজের প্রাক্তন দল তৃণমূলকে একহাত নিচ্ছেন। সুযোগ পেলেই তুলোধনা করছেন তৃণমূলের নেতা–মন্ত্রীদের। এবার দলের হয়ে ব্যাটন ধরলেন রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।
মদন মিত্রের জনপ্রিয়তাও যে এতটুকু কমেনি তার প্রমাণ দিল সেখানকার জনসমাগম। মঞ্চে ওঠার আগে মিছিল করেন মদন। তাতে যোগ দেন হাজার হাজার তৃণমূল কর্মী–সমর্থক। মঞ্চ ছাড়ার আগে মদন মিত্র স্লোগান তুললেন, ‘শুভেন্দু অধিকারী দূর হঠো।’ তাতে গলা মেলালেন বহু মানুষ। এসবের প্রভাব ভোটবাক্সে কতটা পড়বে, বলবে সময়।
শুভেন্দুকে রীতিমত তোপ দাগলেন মদন মিত্র। বললেন, ‘চমকে ধমকে লাভ নেই। ফের তৃণমলই ক্ষমতায় আসবে। সেদিন শুভেন্দু তুমি বাড়িতে বসে থেকো।’