দেশে আরও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা – স্বস্তি দিয়ে অ্যাকটিভ কেসও নেমেছে আড়াই লক্ষেরও নিচে
কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে সরকারিভাবে ছাড়পত্র দেওয়া নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিজিসিআইয়ের বিশেষজ্ঞ কমিটি। তার আগেই দেশের করোনা পরিসংখ্যান আরও খানিকটা স্বস্তি দিল। কোভিড-১৯-র দৈনিক সংক্রমণ, যা কিনা বেশ কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী, তা আরও খানিকটা কমল। বড়সড় স্বস্তি দিয়ে করোনার অ্যাকটিভ কেসও আড়াই লক্ষেরও নিচে নেমে এসেছে। যা কিনা গত প্রায় মাস ছ’য়েকের মধ্যে সর্বনিম্ন।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা শনিবারের থেকে হাজার খানেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লক্ষ ২৩ হাজার ৯৬৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৪৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম।
তবে আক্রান্তের সংখ্যা কমলেও খানিকটা উদ্বেগ বাড়াচ্ছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২০ হাজার ৯২৩ জন। যা দৈনিক আক্রান্তের থেকে বেশি হলেও আগের দিনের তুলনায় সামান্য কম। আপাতত মোট অ্যাকটিভ কেস ২ লক্ষ ৪৭ হাজার ২২০ জন। যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৯৯ লক্ষ ২৭ হাজার ৩১০ জন।