তৃণমূল নেতা-নেত্রীদের ভাষণের ভিডিওতে বক্তব্য বিকৃত করে মানহানির চেষ্টা আগেও হয়েছে। এ হেন সাইবার ক্রাইমের শিকার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার ভিডিও কলের মাধ্যমে তাঁর ছবি সংগ্রহ করে তা ব্লু ফিল্মে ব্যবহারের মতো বিস্ফোরক অভিযোগ তুললেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সেই ব্লু ফিল্ম আবার তাঁকে ব্ল্যাকমেলিংয়ের জন্য ব্যবহার করা হবে বলে হুমকি ফোনও পাচ্ছেন তিনি। কোচবিহার থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করে সাংবাদিকদের সামনে গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন বিধায়ক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিন কোচবিহার থানায় অভিযোগ দায়ের করার পর নিজের দফতরে সাংবাদিক বৈঠক করেন উদয়ন। সেখানেই তিনি জানান যে তাঁর ছবি ব্যবহার করে ব্লু ফিল্ম তৈরি হচ্ছে। বিধায়কের কথায়, ‘পুলিশ এখন নানাভাবে প্রচার করছে যে কোনও ভিডিও কল এলে তা থেকে সাবধান হতে। কারণ, ভিডিও কল রিসিভ করলে তাঁর ছবি সংগ্রহ করে তা দিয়ে ব্লু ফিল্ম তৈরি করা হচ্ছে। এই ঘটনার শিকার আমি নিজে। আমাকে ভিডিও কল করে টাকা চাওয়া হচ্ছে। বলা হচ্ছে যে টাকা না দিলে নাকি ওসব ব্লু ফিল্ম প্রকাশ করে আমার ইমেজ নষ্ট করা হবে।’ তিনি এ-ও বলেন, ‘আমাকে হুমকি ফোনে বলা হয়েছে যে বিধায়ক তো দূরের কথা, এরপর আর আমি সরপঞ্চও হতে পারব না। এই ‘সরপঞ্চ’ কথাটা শুনে আমি বুঝলাম যে এরা বাংলার কেউ নয়। বাইরের কেউ এসব কাণ্ডে জড়িত এবং এটা একটা বড় চক্র। পুলিশেরও অনুমান, এ রাজ্যের বাইরে থেকে কেউ বা কারা এরকমভাবে আমার বিরুদ্ধে অপরাধের জাল বুনেছে।’