কৃষক আন্দোলনের সমর্থনে বিবৃতি দিয়েছেন কবি শঙ্খ ঘোষ। এতেই চটেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শঙ্খ ঘোষকে নিশানা করে দিলীপ বলেন, ‘এই সব লোকেদের ছবি অনেক দিন সংবাদমাধ্যমে দেখা যায়নি। তাই ওনারা এখন ছবি তোলাতে চাইছেন।’
কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের পাশে দাঁড়াতে সুকান্ত সদনে সংহতি সমাবেশের আয়োজন করছেন নাট্যকার চন্দন সেনরা। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে শঙ্খ ঘোষকে। কিন্তু সশরীরে উপস্থিত থাকতে না পারার কারণ জানিয়ে উদ্যোক্তাদের বার্তা পাঠান শঙ্খ ঘোষ। সেখানে তিনি লেখেন, ‘রাষ্ট্রশক্তির চাপিয়ে দেওয়া সর্বনাশা কৃষি আইন বাতিল করার দাবিতে গোটা দেশের কৃষক সমাজ কিছু দিন ধরে এক দুঃসাহসিক আন্দোলনে রত। রাজনৈতিক দলমত নির্বিশেষে, নেতা-কর্মী ছাত্র-যুবা শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে মিলিতভাবে আমিও চাই যে, সর্বোতভাবে সফল হোক এই আন্দোলন।
এর পরেই আসরে নামেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, ‘এই সব লোকেদের ছবি অনেক দিন সংবাদমাধ্যমে দেখা যায়নি। তাই ওনারা এখন ছবি তোলাতে চাইছেন।’ সদ্যই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘জমি চোর’ বলে আক্রমণ করেছিলেন দিলীপ। সেই নিয়ে রাজ্যের সব মহলেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। এবার কুরুচিকর আক্রমণ শানালেন শঙ্খ ঘোষের উদ্দেশ্যে।