কয়েক মাস আগেই মুম্বইয়ের খার এলাকায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ফ্ল্যাট ও বাড়ি ভাঙতে গিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি। তাদের দাবি ছিল, বেশ কিছু অংশে বেআইনি নির্মাণ করেছেন অভিনেত্রী। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। তখনকার মতো ফ্ল্যাট ভাঙায় নিষেধাজ্ঞাও জারি করে বম্বে হাইকোর্ট। কিন্তু এবার কঙ্গনার আবেদন নাকচ করে দিল মুম্বইয়ের একটি স্থানীয় দেওয়ানি আদালত। জানিয়ে দেওয়া হল বেশ কিছু জায়গায় আইন ভেঙে নির্মাণ করেছেন কঙ্গনা।
গত ১৮ মার্চ বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির তরফে কঙ্গনাকে একটি নোটিস পাঠিয়ে জানানো হয় নিজের আবাসনে বেআইনি নির্মাণ করিয়েছেন তিনি। আরও একটি নোটিসে তাঁকে বলা হয় সেই বেআইনি অংশ ভেঙে ফেলে আগের অবস্থায় ফ্ল্যাটগুলিকে ফিরিয়ে দিতে। নইলে ওই অংশ ভেঙে ফেলা হবে বলে সতর্ক করা হয় তাঁকে।
বিচারক জানান, তিনটি ফ্ল্যাট জুড়তে গিয়ে মাঝের সাঙ্ক এলাকা, ডাক্ট এলাকা, কমন প্যাসেজ ও ফ্রি ফ্লোর স্পেস ইন্ডেক্সকে তার ভিতরে ঢুকিয়ে নিয়েছেন কঙ্গনা। কিন্তু এটা করার কোনও অধিকার তাঁর নেই। কারণ ওই এলাকাগুলি সবার ব্যবহার করার। পৌরসভা আইন ভেঙেছেন অভিনেত্রী।
আদালত জানায়, ফ্ল্যাটের যে নকশা ছিল সেই অনুযায়ী অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু কঙ্গনা নিয়মের মারাত্মক লঙ্ঘন করেছেন। এই বিষয়ে বিস্তারিত নির্দেশ আগামী বৃহস্পতিবার শোনানো হবে বলে জানানো হয়েছে।