আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন তিনি।
টুইটে মমতা লেখেন, ‘মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে দুঃখপ্রকাশ করছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি ও তাঁর পরিবারের পাশে আছি আমি।’
সৌরভের পরিবার সূত্রে খবর, শনিবার সকালে জিম করার সময় হাতের উপরের দিক এবং পিঠে ব্যথা হচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির। বুকেও ব্যথা অনুভব করছিলেন। তারপরই মাথা ঘুরে পড়ে যান। সৌরভ ব্ল্যাক আউট হয়ে যান বলে পরিবার সূত্রে খবর। তারপরই তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিকভাবে জরুরি বিভাগে তাঁকে ভর্তি করা হয়। ইতিমধ্যে তাঁর ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি এবং বুকের এক্স–রে পরীক্ষা করা হয়েছে সেখানে। একইসঙ্গে কিছু রক্ত পরীক্ষাও করা হবে।
হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান সরোজ মণ্ডলের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সৌরভের পর্যবেক্ষণে থাকছে হৃদরোগ বিশেষজ্ঞদের টিম। তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে সৌরভের করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হবে কিনা। যদি অ্যাঞ্জিওগ্রাফিতে ব্লকেজ পাওয়া গেলে তবেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে বলে জানা গিয়েছে।