শনিবার সকালবেলায় জিম করতে গিয়ে প্রথমে বুকে এবং তারপরে পিঠে ব্যথা অনুভব করায় দুপুর ১টা নাগাদ হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গিয়েছিল, জিমেই আচমকা ব্ল্যাক আউট হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। এরপরই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময় সৌরভের পালস রেট ছিল ৭০/মিনিট। ব্লাড প্রেসার ছিল ১৩০/৮০। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, তার হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ পাওয়া গেছে। এমনিতে সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেটাই দেখছেন চিকিৎসকরা। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। এসএসকেএমের চিকিৎসক সরোজ মণ্ডল তাঁকে পরীক্ষা করছেন বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই বাংলার ক্রিকেট সংস্থার তরফে সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে সিএবি সচিব তথা সৌরভের দাদা স্নেহাশিস ‘দাদা’র অনুরাগীদের আশ্বস্ত করে বলেন, আপাতত সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। সৌরভের দাদা এও জানান যে, পরবর্তী আপডেট পাওয়ার পরেই অনুরাগীদের ভাইয়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত করা হবে। স্নেহাশিস বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিশেষজ্ঞ ডাক্তরদের পর্যবেক্ষণে রয়েছে সৌরভ। আমরা পরবর্তী আপডেট পেলেই আপনাদের জানাব।’ অন্যদিকে, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘জেনে খারাপ লাগছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি’।