বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল। জানা গেছে, শনিবার সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই দ্রুত প্রাক্তন ভারত অধিনায়ককে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্রের খবর, সকাল ১০.৩০ নাগাদ বাড়িতে জিম করছিলেন বিসিসিআই সভাপতি। আচমকাই মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁকে এখন এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সৌরভের জন্য মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে বলেও খবর।
সম্ভবত একটি মৃদ্যু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। ইতিমধ্যেই তিন জন কার্ডিওলজিস্ট দেখছেন সৌরভকে। শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। তবে সব কিছু ঠিক থাকবে বলেই অনুমান ছিল পরিবারের। তারপরই আজ সকালে অসুস্থ হয়ে পড়েন মহারাজ। জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে সৌরভের। সঙ্গে ছিল বুকে ব্যাথা। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উডল্যান্ডসেই সৌরভকে নিয়ে যাওয়া হয়।