আগামী বছরের শুরুতেই ভারতের বাজারে চলে আসতে পারে করোনার সম্ভাব্য ভ্যাকসিন। আজ ২০২০-র শেষদিনে তেমনই ইঙ্গিত দিল ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে ২ জানুয়ারি থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণের ড্রাই-রান শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
দেশে কোভিড ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আজকেও টিকাকরণ নিয়ে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক সারেন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা। সেখানেই ড্রাই রান শুরুর কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি এদিন জানান, ২ জানুয়ারি থেকে টিকাকরণের ড্রাই-রান শুরু হবে। সেই অনুযায়ী প্রতিটি রাজ্যকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিন তিনি আরও জানান, প্রতিটি রাজ্যের রাজধানীর অন্তত তিনটি করে এলাকায় টিকাকরণের প্রক্রিয়ায় ড্রাই রান হবে। কোথাও কোথাও প্রান্তিক এলাকায়ও ড্রাই রান হতে পারে। তাঁর আশ্বাস, দ্রুত গোটা দেশে কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে। এদিকে বৈঠকের আগে একই আশ্বাস দিয়েছিলেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-র প্রধান ভিজে সোনামি। তিনি জানান, “নতুন বছরের শুরুতেই আমাদের হাতে কিছু একটা আসতে চলেছে। এর চেয়ে বেশি আর বলব না।”