দীর্ঘ দিন ধরেই বাড়ছিল অসন্তোষ। এবার ভাড়া বাড়ানো নিয়ে বাস মালিকরা আল্টিমেটাম দিতেই মুখ খুলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তাঁর অভিযোগ, শুভেন্দু পরিবহণ ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছেন। বকলমে শুভেন্দুর প্রশাসনিক ক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন মদন।
সরকারের নবগঠিক পরিবহণ বিষয়ক কমিটির সভাপতি মদন মিত্র বলেন, ‘বিদায়ী পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও কথাই বলেনি। তাই সমস্যার সমাধানও হয়নি। এই সমস্যা তাঁর তৈরি। আমি ওদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবো।’
অবিলম্বে বাড়াতে হবে বাস ভাড়া। নাহলে শুরু হবে বৃহত্তর আন্দোলন। বন্ধ করে দেওয়া হতে পারে একাধিক বাস রুটও। এই কথাই সাফ জানিয়ে দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বাসমালিক সংগঠনগুলির এক বৈঠকে ন্যূনতম বাসভাড়া ১৪ টাকা করার দাবি জানানো হয়েছে। বাসভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকার সিদ্ধান্ত না নিলে ১৫ জানুয়ারির পর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা।
উল্লেখ্য, বর্ধিত জ্বালানির দাম সঙ্গে যাত্রী সংখ্যায় হ্রাস। দিনে দিনে লোকসানের বোঝা বেড়েই চলেছে মালিকদের। ৪ জানুয়ারি পরিবহন সচিবের কাছে এই মর্মে একটি স্বারকলিপি জমা দেওয়ার কথাও জানায় তারা। ইতিমধ্যে শহরের বেশ কয়েকটি বাস ও মিনিবাস রুট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। যদিও তার মধ্যে যাত্রী চাহিদায় আবার কয়েকটি রুট পুনরায় চালু করা হয়েছে।
এদিকে শুধু বাস ভাড়া বৃদ্ধি ইস্যু নয়, একাধিক বিষয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে এসেছেন মদন মিত্র। ৭ জানুয়ারি নেতাইয়ে যাবেন মদন। সেদিন সেখানে ছত্রধন মাহাতকে নিয়ে সভা করবেন। বিজেপির শুভেন্দুকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ক্ষমতা থাকে তো সেখানে পদ্ম ফুটিয়ে দেখাক।