বাংলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে করোনার টিকা দেবে রাজ্য সরকার। গত কয়েকদিন ধরেই এই মর্মে বেশ কয়েকজনের মোবাইল ফোনে টেক্সট মেসেজ পৌঁছেছে। তাতে জানানো হয়েছে, যথা সময় তাঁদের কাছে করোনার টিকা পৌঁছে দেবে রাজ্য সরকার। উল্লেখ্য, জানুয়ারিতেই দেশে করোনার টিকাকরণ শুরু হয়ে যাবে বলে আশাবাদী চিকিৎসকরা। সেই জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।
কেন্দ্র যেমন টিকা সঠিক পদ্ধতি মেনে চাহিদামতো রাজ্যগুলিতে পৌঁছতে তৎপর তেমনই টিকাকরণের জন্য পরিকাঠামো তৈরি প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য। প্রসঙ্গত, করোনাকালে বাংলায় মহামারির সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন ১০০-র বেশি চিকিৎসক। ফলে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে স্বভাবতই খুশি চিকিৎসকমহল। তবে তাঁরা চান, দ্রুত সাধারণ মানুষও এই টিকা গ্রহণ করে ঝুঁকিমুক্ত হন।
রাজ্য সরকারের তরফে পাঠানো টেক্সট মেসেজে লেখা হয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় একজন কোভিড যোদ্ধা হিসাবে আপনি যেভাবে সবসময় কোভিড রোগীদের পাশে থেকে তাদের সেবা করেছেন, তাকে সম্মান জানিয়ে, অগ্রাধিকারের ভিত্তিতে, রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাছে কোভিড-১৯ এর ভ্যাকসিন যথাসময় পৌঁছে দেওয়া হবে।