বাংলার পাশাপাশি আর কয়েকমাস পরেই দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন হবে। তার আগে গতকাল বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা দিল সেই রাজ্যের শাসক দল এডিএমকে। দলের নেতা তথা মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিস্বামী বলেন, “কোনও জাতীয় দল যদি আমাদের ওপরে হুকুম চালাতে চায়, আমরা তাদের শরিক থাকব না।” কিছুদিন আগেই বিজেপি নেতা প্রকাশ জাভড়েকরকে প্রশ্ন করা হয়, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে পালানিস্বামীকেই কি ফের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হবে? জাভড়েকর সেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন।
এডিএমকে-র অপর নেতা কে পি মুনুস্বামী বলেন, ভোটে আমাদের দলই জোটে নেতৃত্ব দেবে। পরে তিনি বলেন, “যদি কোনও জাতীয় দল আমাদের হুকুম দিতে চায়, তারা যেন জোটে না থাকে।” তামিলনাড়ুতে বিজেপির একজনও বিধায়ক বা সাংসদ নেই। পর্যবেক্ষকদের মতে, সেজন্যই বিজেপিকে এমন কড়া ভাষায় বার্তা দিতে পেরেছে এডিএমকে।
প্রসঙ্গত, তামিলনাড়ুতে এখন জাতীয় সুপারস্টার রজনীকান্তের সমর্থন পাওয়ার চেষ্টা করছে বিজেপি। অভিনেতা গত ১ সপ্তাহ হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকালে চেন্নাইতে ফিরেছেন তিনি। আগামী ৩১ ডিসেম্বর নতুন দল গড়ার কথা ঘোষণা করতে পারেন এই বর্ষীয়ান অভিনেতা। তাই পর্যবেক্ষকদের ধারণা, ৭০ বছরের রজনীকান্ত এবার তামিলনাড়ুর ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।