ফের নোবেলজয়ী অমর্ত্য সেনকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, এর আগেও বারবার অমর্ত্য সেনকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি। কিছুদিন আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও একইভাবে আক্রমণ করেছিলেন রাহুল সিনহা। ‘দ্বিতীয় স্ত্রী বিদেশী হলেই নোবেল’, বলেছিলেন রাহুল। এবার অমর্ত্য সেনের দিকে আক্রমণের তির ছুঁড়লেন দিলীপ।
প্রসঙ্গত, অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি নিয়ে দিন কয়েক ধরে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি একটি গোষ্ঠী দাবি করেছে অমর্ত্য সেনের বাড়ি সংলগ্ন জমি আসলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এই দাবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে জটিলতা। ইতিমধ্যেই অমর্ত্য সেনকে চিঠি দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই ঘটনায় আইনজীবীর সঙ্গে আলোচনা করে অমর্ত্যও প্রয়োজনীয় পদক্ষেপের কথা ভাবনাচিন্তা করছেন বলে জানা যাচ্ছে।
শনিবার অমর্ত্য সেনকে ইঙ্গিত করে দিলীপ জানিয়েছেন, “যদি তিনি একটি নির্দিষ্ট দল বা বিচারধারার হয়ে কথা বলেন, তাহলে আমরা ভাববো-তবে কি ভুল মানুষকে দেওয়া হল পুরস্কার ?”, নোবেলজয়ী অর্থনীতিবিদকে এভাবেই বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ আরও বলেন, “আমাদের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। তিনি যাঁদের হয়ে ব্যাটিং করেছেন তাঁদের হয়েই কথা বলুন। ভারতীয় জনতা পার্টি বাংলাকে বাঁচাবার চেষ্টা করছে। উনি কী বলবেন সেটা উনিই ঠিক করুন, আমরা ওনার থেকে কিছু আশা করি না। আমরা ওনাকে সম্মান করি, সম্মানীয় মানুষ মনে করি। উনি একটি নির্দিষ্ট গোষ্ঠীর মুখপাত্র হয়ে যেন না থাকেন। সারা ভারত তাঁর জন্য গর্ব করে, সেই স্তরেই ওনার কথা বলা উচিত। আমরা তো ভাবতাম, বাংলার মানুষ ওনার কাছ থেকে বুদ্ধি নেবে, ওনার কথায় চলবে। উনি যদি এইরকম একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হন, তাহলে খুব স্বাভাবিক ভাবেই মানুষ অন্যরকম ভাববে।” দিলীপের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই উঠেছে নিন্দার ঝড়।