কিছুদিন আগেই ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। তার জেরেই আইপিএস বদলি নিয়ে এখনও রাজ্য-কেন্দ্র সংঘাত চলছে। এরই মধ্যে রবিবার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারেই সভা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ ২৭ ডিসেম্বর যুব তৃণমূল সভাপতির সেই সভা ঘিরে প্রস্তুতিও তুঙ্গে।
ইতিমধ্যেই সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ডায়মন্ড হারবার শহরের চারিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের ফ্লেক্স, ছবিতে ছেয়ে গিয়েছে। চারিদিকে লাগানো হয়েছে তৃণমূলের পতাকা। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা এই সভাস্থল থেকে সামান্য দূরেই রেডিও স্টেশন মাঠে কর্মীসভা করেছিলেন। তাই নিজের সংসদীয় এলাকায় এবার পদ্মের বাড়বাড়ন্ত রুখে দিতে ডায়মন্ড হারবারে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। ইতিমধ্যেই সভাস্থল ঘুরে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন প্রশাসনের আধিকারিকরা।