কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সেই নভেম্বরের শেষ থেকে চলছে কৃষক বিক্ষোভ। দিল্লীর সিঙ্ঘু সীমানায় প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। কৃষকদের এই আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলিও। প্রথম থেকেই আওয়াজ তুলেছেন রাহুল গান্ধী।
এবার কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের হয়ে ফের সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শনিবার সকালে তিনি এই বিষয়ে একটি টুইট করেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভিডিও, যা তৈরি করা হয়েছে কৃষকদের প্রতিবাদ আন্দোলনের প্রেক্ষাপটে। টুইটে রাহুল লিখেছেন, মাটির প্রতিটি কণা আওয়াজ তুলছে। সরকারকে শুনতেই হবে। এদিকে, ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ও গুলাম নবি আজাদ। রাষ্ট্রপতির কাছে প্রায় দুই কোটি কৃষকের সই-সহ স্মারকলিপি জমা দিয়ে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে তাঁরা। সেদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর রাহুল বলেছিলেন, ‘আমি রাষ্ট্রপতিকে বলেছি যে এই কৃষি আইন কৃষক বিরোধী। গোটা দেশ দেখছে যে এই আইনের বিরুদ্ধে কৃষকরা সরব হয়েছেন।’