হেস্টিংসে বিজেপি অফিসের সামনে সাংসদ সুনীল মন্ডলের গাড়ি আটকানোর ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ‘আমাদের এবার তাহলে অগণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে’ বলে হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি সাংসদ অর্জুন সিং হল মাফিয়া। তাঁকে ভয় পান তিনি। এমনটাই জানিয়েছেন ফিরহাদ। সঙ্গে তাঁর অনুরোধ, তাঁকে যেন না মারেন অর্জুন সিং।
প্রসঙ্গত, এদিন সাংসদ সুনীল মণ্ডলের গাড়িকে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় বিজেপির হেস্টিংস অফিস চত্বরে। এরপরই ব্যারাকপুরের সাংসদ অর্জুন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে মানুষকে গণতান্ত্রিক ভাবে থাকতে দেবেন না। গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে দেবে না। আমাদেরও এবার তাহলে অগণতান্ত্রিক উপায়ে জবাব দিতে হবে।’ তারই পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ বলেন, ‘অর্জুন বলেছে অগণতান্ত্রিক উপায়ে জবাব দেবে। তা সে দিতে পারে। সে মাফিয়া। আমি নিজেও তাঁকে ভয় পাই। আমি ওকে বলব, আমাকে না মারতে।’
এদিন সুনীল মণ্ডলের গাড়ির সামনে কারা হামলা চালিয়েছে তা তাঁর জানা নেই বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘শুনেছি উনি তফশিলি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সংগঠনের সদস্যরাই এদিন বিক্ষোভ দেখিয়েছে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। শুভেন্দু ও অর্জুন জানে, ফিরহাদ হাকিম এত নিচু রাজনীতি করে না।’ একইসঙ্গে দিলীপ ঘোষকেও একহাত নিয়েছেন ফিরহাদ। ‘তৃণমূল ঘর বাঁচতে ব্যস্ত, ভোট কি করবে?’ দিলীপের এই মন্তব্যের জবাবে বলেন, ‘দিলীপদার মত লোক যদি এই আনন্দে ভোট করতে পারে, করুক।’