শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের কথায়, ‘একই পরিবারে এতজনের এতগুলো পদ, তখন লজ্জা করেনি?’ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পার্থ বলেন, ‘শুভেন্দুর কথার কোনও জবাব আমি দেব না। যা বলবেন ব্লক সভাপতি।’
গত কয়েকদিন ধরে বারবার শুভেন্দু অধিকারীর নাম না করেই নিশানা করছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিনও শুভেন্দুর তৃণমূল সম্পর্কে মন্তব্যের পর পাল্টা দিয়েছেন তিনি। কুণাল ঘোষ আগে বলেছিলেন, শুভেন্দু অধিকারী যদি এতই বড় নেতা হন, তাহলে নিজের দল খুললেন না কেন! তিনি আরও বলেছিলেন, বিজেপি তাঁকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করলেও তিনি কোনমতেই ঝুঁকবেন না।
এদিন সরাসরি শুভেন্দু অধিকারীকে তাক করেই কুণাল ঘোষ বলেছেন, ‘একই পরিবারের এত জন এতগুলি পদের অধিকারী ছিলেন। তখন লজ্জা করেনি তাই না! এখন বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল সম্পর্কে এসব বলে কোনও লাভ হবে না। আসলে তৃণমূলের লজ্জা হচ্ছে এমন মানুষকে এতগুলো পদে দায়িত্ব দিয়ে রেখে। দিনের-পর-দিন এইসব মানুষেরা দলের ক্ষতি করেছে। বিজেপি দলটাকে আসলে অনেকে ওয়াশিং মেশিনের মতো ভাবছে। সেখানে গেলেই যাবতীয় কালিমা ধুয়ে স্বচ্ছ হওয়া যায়। কিন্তু মানুষ সবই জানে, সবই বোঝে। এসবের জবাব মানুষ সঠিক জায়গায় দেবে।’