বড়দিনের আগের সন্ধ্যায় ক্যানিং স্ট্রিটে পর্তুগিজ চার্চে ক্রিসমাস ইভের অনুষ্ঠানে অংশ প্রার্থনায় সুর মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রত্যেক বছরই বড়দিনে রাত ১২টায় পর্তুগিজ চার্চে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। তবে এবার কোভিড বিধির জন্য রাতের পরিবর্তে সন্ধ্যাতেই চার্চে যান মুখ্যমন্ত্রী। ওখানে প্রাক বড়দিন উৎসবে যোগদান করেন। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশিনার অনুজ শর্মা ও যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েও। সন্ধ্যায় রোমান ক্যাথলিক চার্চে যে ক্যারল হয় প্রথা মেনে তাতে গলাও মিলিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো অনুষ্ঠানটি বসে দেখেন তিনি।
চার্চের ফাদার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। মমতাও ফাদারকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। ফাদার মমতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘কোভিডের সময় রাজ্য প্রশাসন যেভাবে কাজ করেছে তা খুবই প্রশংসনীয়। কোভিড তাই সেভাবে ছড়াতে পারেনি।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে চার্চে উপস্থিত অনুজ শর্মারও প্রশংসা করেন ফাদার। বলেন, ‘সবক্ষেত্রেই পুলিস কমিশনার ভাল কাজ করছেন।’ গতকাল প্রায় ঘণ্টাখানেক পর্তুগিজ চার্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।