সম্প্রতি রাজ্যের ঘোষণা অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদন পদ্ধতিও শুরু হয়ে গিয়েছে। যা চলবে নতুন বছরের ৬ই জানুয়ারি অবধি।
যোগ্যতা :
১) ১৬,৫০০ শূন্যপদে নিয়োগের জন্য ভারতীয় নাগরিক হওয়াটা আবশ্যক। ২০২০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত ন্যূনতম বয়স ১৮ হতে হবে। ওই সময় পর্যন্ত কোনও প্রার্থীর বয়স ৪০-এর বেশি হতে পারবে না। সংরক্ষিত প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় রয়েছে।
২) ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নির্দেশিকা মতো ন্যূনতম শিক্ষাগত এবং প্রশিক্ষণের যোগ্যতা থাকতে হবে।
৩) রাজ্য সরকারের অধীনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪) যে মাধ্যমের স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করছেন, সংশ্লিষ্ট প্রার্থীকে সেই ভাষা লিখতে এবং বলতে জানতে হবে।
প্রসঙ্গত, আগামী ১০ই থেকে ১৭ই জানুয়ারির পর্যন্ত প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে। প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউয়ের সময়, স্থান, প্রয়োজনীয় নথির বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। (তফসিলি জাতি-উপজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা)।
অনলাইনেও আবেদন করতে পারবেন ইচ্ছুকরা।www.wbbpe.org এবং wbbprimaryeducation.org -এই দুটি সাইটে লগ অন করে পরীক্ষা আবেদন করা যাবে।