একসময় জম্মু ও কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট সরকারের মন্ত্রী ছিলেন তিনি। পর পর দু’বার বিধানসভা নির্বাচনে জিতেছেন। কিন্তু জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) ভোটে কৃষকদের সমর্থনকারীর কাছে হেরে গেলেন সেই বিজেপি নেতা শ্যামলাল চৌধুরি। তাও মাত্র ১১ ভোটে।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদে (ডিডিসি) ভোটের ফল ঘোষণা হয়েছে। ২৮০টি আসনে ভোট হয়েছে। ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন গুপকার জোট জিতেছে ১১০টি আসনে। ৭৪টি আসনে জিতেছে বিজেপি। কংগ্রেস ২৬টিতে। জম্মুতে বিজেপি জিতেছে ১১টি আসনে। দ্বিতীয় স্থানে রয়েছে নির্দলরা। দু’টি আসনে জিতেছে তারা। একটিতে জিতেছে ন্যাশনাল কনফারেন্স।
জম্মুর সুচেতনগরে ১১ ভোটে হেরে গেছেন শ্যামলাল চৌধুরি। তিনি পেয়েছেন ১২,৯৫৮টি ভোট। তাঁকে হারিয়েছেন নির্দল প্রার্থী তরণজিৎ সিং। সম্প্রতি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তরণজিৎ সিং। কৃষকদের সমর্থন করেন। তিনি পেয়েছেন ১২,৯৬৯টি ভোট। এই সুচেতগড় থেকে ২০০৮ এবং ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন শ্যামলাল।