বুধবার রাতে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে এভার্টনের বিরুদ্ধে ২-০ গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে ‘দ্য রেড ডেভিলস’। অন্যদিকে লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল রিয়্যাল মাদ্রিদ। গ্রানাডার বিরুদ্ধে ঘরের মাঠে ২-০ গোলে জিতল তারা।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। সেই গোলটি আসে ম্যাচের প্রায় শেষ লগ্নে। ৮৮ মিনিটে করা এই গোলেই এগিয়ে যায় ম্যান ইউ। তবে বরাতজোরে এদিন মাঠ ছাড়তে হয়নি কাভানিকে। এভার্টনের ডিফেন্ডার ইয়েরি মিনার গলা ডানহাত দিয়ে ধরেছিলেন তিনি। রেফারির চোখ এড়িয়ে যায় সেই দৃশ্য। ভার নেওয়ার সুযোগ ছিল না এই টুর্নামেন্টে। ফলত কোনও শাস্তি হয়নি কাভানির। এরপর অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করে ম্যাঞ্চেস্টারের জয় নিশ্চিত করেন অ্যান্টনি মার্শাল। ৬ই জানুয়ারি এই প্রতিযোগিতার সেমিফাইনালে হতে চলেছে ম্যাঞ্চেস্টার ডার্বি। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলে। অন্য সেমিফাইনালটিতে মুখোমুখি হবে টটেনহ্যাম ও ব্রেন্টফোর্ড।
এদিন লা লিগায় হোম ম্যাচে গ্রানাডার বিরুদ্ধে নেমেছিলেন র্যামোসরা। শুরুর দিকে রিয়্যালকে বেশ চাপে ফেলেছিল গ্রানাডা। একটি সহজ গোলের সুযোগও নষ্ট করে তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রথম গোলটি করে রিয়্যাল। ৫৭ মিনিটে অ্যাসেনসিওর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ‘লস ব্লাঙ্কোস’কে এগিয়ে দেন ক্যাসেমিরো। অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করেন বেঞ্জিমা। এই নিয়ে লা লিগায় টানা পাঁচটি ম্যাচ জিতল জিদান-ব্রিগেড। ১৫টি ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়্যাল। একই পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ খেলেছে ১৩ ম্যাচ। ৩১শে ডিসেম্বর এলচের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবেন র্যামোসরা। লিগে পঞ্চম স্থানে থাকা বার্সেলোনার বছরের শেষ ম্যাচ এইবারের বিরুদ্ধে, ২৯শে ডিসেম্বর।