অবস্থান বদলে ফেলে আগেই জানিয়েছিলেন, তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন। বলেছিলেন, “দল ছাড়ার কথা বলে ভুল করেছিলাম। মন্তব্য প্রত্যাহার করছি। দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেব।” সেইসময় আসানসোলের মেয়র জিতেন্দ্রর পাশে দাঁড়িয়ে অরূপ বলেন, “জিতেন্দ্র তিওয়ারি দলে ছিলেন। আছেন। থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়বেন।”
আর এবার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়ে দিলেন, “আমি দিদির অনুগত সৈনিক। দলের সঙ্গে ছিলাম, আছি আর থাকব।” বৃহ্স্পতিবার ফেসবুকে পোস্ট করে সমস্ত জল্পনায় জল ঢাললেন তিনি। বুধবার তাঁর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছিল। তিনি লিখেছিলেন, “রাজনীতিতে পূর্ণচ্ছেদ হয় না।” যদিও কেন এমন লিখেছিলেন, তা সেদিন খোলসা করেননি তিনি। ফলে তাঁর দলবদল নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়। কিন্তু এদিন সেই সমস্ত জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন জিতেন্দ্র।
এদিন কী লেখেন ফেসবুকে? নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিধায়ক ইংরেজিতে লেখেন, “আই ওয়াস উইথ দিদি, আই এম উইথ দিদি, এন্ড আই উইল বি উইথ দিদি। অ্যান্ড দোস হু আর মেকিং কনফিউশান উইল বি এগেইন ডিসএপোয়নটেড।” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “আমি দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকব। আর যাঁরা বিভ্রান্ত করছেন আবার তাঁরা হতাশ হবেন।” অর্থাৎ দলবদল নিয়ে জল্পনায় তিনি একেবারে ইতি টানলেন বলেই দাবি রাজনৈতিক মহলের।