একটা দলের গোটা সিরিজে আত্মবিশ্বাস টলিয়ে দেওয়ার জন্য অ্যাডিলেডে ৩৬ রানে ইনিংস শেষ হওয়া এবং ৮ উইকেটে হারই যথেষ্ট। তার ওপর দ্বিতীয় ম্যাচ থেকে দলে নেই অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার মহম্মদ শামি। এমতাবস্থায় ভারত ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস অতি বড় ভারতীয় সমর্থকও করছেন কি না সন্দেহ। তবে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন কিন্তু দ্বিতীয় টেস্টে ভারতকে নিয়ে প্রবল আশাবাদী।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত ঘুরে দাঁড়াতে পারে বলেই মনে করেন লায়ন। তিনি বলেন, “আমার মনে হয় না ঘুরে দাঁড়ানো খুব কঠিন হবে। ভারতীয় দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে। তাঁরা ম্যাচ ঘোরাতেই পারে।” দিন রাতের টেস্টে ভারতের ৩৬ রানে ইনিংস শেষ হয়ে যাওয়া নিয়ে লায়ন বলেন, “ওটা এমন একটা দিন যেখানে আমাদের সব ঠিক হয়েছে, ওদের সব ভুল। এমনটা হতেই পারে। এটা ক্রিকেটের অংশ।”
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেই বিষয়ে লায়ন বলেন, “আমার মনে হয় সেদিন পুরনো আঘাত ভুলেই মাঠে নামবে ভারত। এমনকি পাল্টা আঘাত আনতে চাইবে আমাদের ওপর। নতুন দিন, নতুন খেলা। আমরা বিশ্বাস করি না যে আবার ওদের ৫০ রানের মধ্যে শেষ করে দেব।” উল্লেখ্য, অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে বলই করতে হয়নি লায়নকে। প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড- দুইয়ে মিলেই ধস নামিয়ে দিয়েছিলেন ভারতের তারকা খচিত প্রথম এগারোয়।