রাজ্যের আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তার ক্রমশ অবনতি হচ্ছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। মঙ্গলবার নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরের সেই অভিযোগই খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে এখনও পর্যন্ত বহু বিজেপি নেতাকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তা নিয়ে আগেও একাধিকবার শাসক-বিরোধী তরজা চলেছে। তার জবাবে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, ‘আত্মহত্যা হলেও বলছে রাজনৈতিক খুন। স্বামী-স্ত্রীর ঝগড়া হলেও বলছে রাজনৈতিক খুন।’ এছাড়াও রীতিমতো খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ২০০১ থেকে ১১ সাল পর্যন্ত ৬৬৩ জন রাজনৈতিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। অথচ ২০১১ সালের পর থেকে সেই সংখ্যাই অনেক কমেছে বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী।
বুধবারই রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন অমিত মালব্য। বিজেপি নেতার দাবি খারিজ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নারী নিরাপত্তা যথেষ্ট আঁটসাঁট তা বোঝাতে এ প্রসঙ্গে খতিয়ান তুলে ধরেন। এছাড়াও কলকাতাকে সবচেয়ে নিরাপদ শহর হিসাবেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।