এবার হিথরো থেকে কলকাতা বিমানবন্দরে আসা বিমানে মিলল ২ জন করোনা আক্রান্তের সন্ধান। কলকাতা বিমানবন্দরে অবতরণের পর পরীক্ষায় তাঁদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্ত ২ জন যাত্রীকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।
প্রসঙ্গত, সম্প্রতি ব্রিটেনে মিলেছে নতুন ধরনের করোনাভাইরাস। যা কোভিড ১৯-এর থেকেও বেশি সংক্রামক বলে দাবি গবেষকদের। এর পরই লন্ডনসহ ব্রিটেনের বিস্তীর্ণ এলাকায় নতুন করে লকডাউন লাগু করেছে সরকার। ব্রিটেনের সঙ্গে আকাশপথে যোগাযোগ স্থগিত রেখেছে ভারত-সহ বিশ্বের অন্তত ৪০টি দেশ। এই পরিস্থিতিতে দমদম বিমানবন্দরে লন্ডনফেরত যাত্রীর শরীরে মিলল করোনাভাইরাস। স্বাভাবিককভাবেই চিন্তার ভাঁজ পড়েছে শহরবাসীর কপালে।
এদিন বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে লন্ডন থেকে দমদম বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ২২২ জন যাত্রীর মধ্যে ২৫ জনের করোনা পরীক্ষা করানো ছিল না। বিমানবন্দরে তাঁদের করোনা পরীক্ষা করালে ২ জনের রিপোর্ট পজিটিভ মেলে। তবে তাঁদের দেহে কোনও উপসর্গ ছিল না। এর পর তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। লন্ডন থেকে দিল্লিগামী বিমানের একাধিক যাত্রীর দেহেও করোনার অস্তিত্ব মিলেছে বলে খবর। আক্রান্তদের নজরদারিতে রাখা হয়েছে। নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।