রাজ্য সফরে তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরতে বিজেপি নেতা অমিত শাহ যে তথ্য পেশ করেছিলেন তার পালটা প্রচার শুরু করল তৃণমূল। মঙ্গলবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে একে একে শাহের তথ্য খণ্ডন করেন প্রবীণ সাংসদ সৌগত রায়। পালটা তথ্য পেশ করে তাঁর দাবি, দেশের মধ্যে অন্যতম অগ্রণী রাজ্য বাংলা।
অমিত শাহের পেশ করা তথ্য খণ্ডন করে এদিন সৌগত রায় দাবি করেন গত ১০ বছরে তৃণমূলের শাসনামলে রাজ্যের জিডিপি ৫৩ শতাংশ বেড়েছে। মাথা পিছু আয়ও বেড়েছে রাজ্যে। শিল্পোৎপাদন বেড়েছে ৬০ শতাংশ। শিল্পের রাজ্যের বৃদ্ধির হার ৩.১ শতাংশ যা দেশে পঞ্চম।
পাট শিল্পের বেহাল দশা নিয়ে শাহের দাবি খণ্ডন করে সৌগত রায়ের দাবি, রাজ্যের ১০০ শতাংশ চটকল খোলা রয়েছে। চাল কেনার জন্য রাজ্য সরকার চটকলগুলিকে ৬০ কোটি চটের বস্তা তৈরির বরাত দিয়েছে।
সৌগত রায়ের দাবি বাংলায় পরিষেবা ক্ষেত্র বৃদ্ধি পেয়েছে ৬২ শতাংশ। বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৪ গুণ। রাস্তা ঘাটের বেহাল দশা নিয়ে শাহের দাবি খণ্ডন করে সৌগত রায় বলেন, বঙ্গে ১১১৮ কিলোমিটার রাস্তা হয়েছে। তৃণমূলের মুখপাত্রের দাবি রাজ্যে মহিলাদের ওপর অপরাধ কমেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ৯০ লক্ষ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে রাজ্য। স্বাস্থ্যখাতে রাজ্যের বাজেট বেড়েছে তিনগুণ। সব দিক থেকেই রাজ্য উন্নয়নের পথে আছে, দাবি সৌগতর।