মেদিনীপুরের পর আজ বোলপুর সফর অমিত শাহের। আর তা ঘিরেই উত্তাল হল সোনাঝুরি। পাশাপাশি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সামনে অবস্থান-বিক্ষোভ করলেন তৃণমূলের সদস্যরা। এদিকে আবার শাহ সফরের দিনেই তৃণমূলের বঙ্গ ধ্বনী যাত্রা শুরু করলেন অনুব্রত মন্ডল। একই সময় একই অবস্থানে।
শান্তিনিকেতনে শাহর আগমন নিয়ে অভিযোগ, ‘যারা দেশে অশান্তি ছড়ায়, দাঙ্গা বাঁধায় তাঁদের এখানে আসার অনুমতি নেই’। অপরদিকে, শান্তিনিকেতনে অমিত শাহের পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির অবস্থান নিয়ে পোস্টার-বিতর্ক। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি সামনে তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান-বিক্ষোভ করল। রবীন্দ্র সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে অবস্থান বিক্ষোভ করা হয়। এখানে উপস্থিত ছিলেন শশী পাঁজা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র-ছাত্রীরা।