বিরোধীদের সমালোচনার মুখে পড়ে বছরের গোড়াতেই কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছিল যে আইনে ‘লাভ জেহাদ’-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু তার পরেও বিজেপি শাসিত রাজ্যগুলি লাভ জেহাদ-এর বিরুদ্ধে আইন আনতে উঠেপড়ে লেগেছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের যোগী সরকার সেই ‘ধর্মান্তরণ-বিরোধী’ আইন প্রণয়নও করে দিয়েছে। আর আইন চালু হওয়ার পরই তা ঘিরে বিতর্কের পারদ ক্রমশ বাড়ছে। আইনটিকে ব্যবহার করে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগও বাড়ছে পাল্লা দিয়ে। কিন্তু তা সত্ত্বেও বিতর্কিত এই আইনকে হাতিয়ার করেই এগোনোর ইঙ্গিত দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার।
মোরাদাবাদে বিয়ে করতে যাওয়ার পথে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের লোকেদের হাতে বিস্তর নিগ্রহের পরে ‘ধর্মান্তরণে’র অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে এ দিনই মুক্তি দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে জোর করে ধর্মান্তরণের কোনও প্রমাণ আদালতে জমা দিতে পারেনি যোগী সরকারের পুলিশ। সপ্তাহ দুয়েক আগে বিয়ে করতে যাওয়ার পথে মোরাদাবাদের ওই ব্যক্তির বিরুদ্ধে জোর করে ধর্মান্তরণের অভিযোগ তুলে তাঁকে এবং তাঁর ভাইকে মারধর করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটির সদস্যরা।
এর পরে যোগী সরকারের নতুন আইনকে হাতিয়ার করে তাঁদের গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তির স্ত্রীকে বিস্তর নিগ্রহের পরে পুলিশ পাঠিয়ে দেয় সরকারি মহিলা আশ্রয়কেন্দ্রে। সেখানেই তাঁর গর্ভপাত হয়েছে বলে মহিলা অভিযোগ করলেও উত্তরপ্রদেশ পুলিশ তা উড়িয়ে দেয়। পরে অবশ্য ডাক্তারি রিপোর্ট সামনে এলে দেখা যায়, মহিলাই সত্যি কথা বলেছিলেন। এই অবস্থায় গ্রেফতারের দু’সপ্তাহ বাদে আদালতের নির্দেশে মুক্তি পেয়ে ধৃত ব্যক্তি বলেন, ‘আমার আর কী আর বলার আছে! আমরা পরস্পরের সম্মতিতেই বিয়ে করেছিলাম। ১৫ দিন জেল খাটলাম।’
একই ভাবে আদালতের নির্দেশে স্বস্তি পেয়েছেন উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা নাদিম এবং তাঁর ভাই। তাঁদের বিরুদ্ধেও জোর করে ধর্মান্তরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশের কাছে করা অভিযোগে মুজফফরনগরের বাসিন্দা এবং একটি নামকরা সংস্থার কর্মী অক্ষয় কুমার ত্যাগীর দাবি ছিল, তাঁর স্ত্রীকে নাদিম নামে ওই শ্রমিক নানা ভাবে ‘প্রেমের ফাঁদে ফেলে’ ও প্রলোভন দেখিয়ে ধর্মান্তর করে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। এমনকি তাঁর স্ত্রীকে একটি স্মার্টফোনও কিনে দিয়েছে নাদিম।
এর পরেই আদালতের দ্বারস্থ হন নাদিম। এলাহাবাদ হাইকোর্ট রায়ে জানিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নাদিমকে গ্রেফতার করতে পারে না পুলিশ। আদালতের বক্তব্য, মহিলা প্রাপ্তবয়স্ক এবং তাঁর নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতেই পারে। তাছাড়া, নাদিম তাঁকে জোর করছে, এমন প্রমাণও মেলেনি। একই দিনে পরপর দু’টি এ ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে যোগীর পুলিশের। তবে তাতেও দমে না গিয়ে গ্রেটার নয়ডায় এক বিদেশি-সহ ৪ জনকে ধর্মান্তরবিরোধী আইনে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।