এফসি গোয়াকে হারিয়ে আইএসএলে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান। জয়ে ফিরতেই পরের ম্যাচ বেঙ্গালুরু এফসি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। বেঙ্গালুরু এফসি শক্ত প্রতিপক্ষ সন্দেহ নেই।
৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন দুই নম্বরে এটিকে মোহনবাগান । সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বেঙ্গালুরু এফসি। সোমবার ফতোরদা স্টেডিয়ামে তাই দুই বনাম তিনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।
সুনীলদের বিরুদ্ধে মাঠে নামার আগে দলের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য বলেন, “বেঙ্গালুরুকে গতবারের মতো শক্তিশালী বলে মনে হচ্ছে না। অন্তত এখনও সুনীল ছেত্রীরা সেরকম খেলেনি। তা বলে ওদের কম গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। গোয়াকে হারিয়েছি। আমাদের রক্ষণ যা খেলেছে তাতে বেঙ্গালুরুর বিরুদ্ধেও নিজেদের গোল অক্ষত রাখতে পারব। এব্যাপারে আমরা ১০০% আশাবাদী।”