জানুয়ারির মাঝামাঝি নাগাদ রাজ্যে চলে আসতে পারে করোনা ভ্যাকসিন। কেন্দ্রের তরফে কোনও লিখিত নির্দেশিকা না-এলেও সপ্তাহখানেক আগে এক ভিডিয়ো কনফারেন্সে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। সেই মতো প্রস্তুতির গতি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যগুলোকে। যদি, কোন ভ্যাকসিন আসতে চলেছে, তা নিয়ে রাজ্যগুলোকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
সম্প্রতি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, জানুয়ারিতেই অ্যাস্ট্রাজেনেকার তৈরি অক্সফোর্ড ভ্যাকসিন চলে আসবে বাজারে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এক ভিডিয়ো কনফারেন্সে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের যে সময়সীমা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা, তা মানলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ভ্যাকসিন হাতে পাওয়ার কথা রাজ্যগুলোর। ফলে স্বভাবতই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।
নভেম্বরেই অবশ্য করোনা ভ্যাকসিন আসার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিল রাজ্য। ভ্যাকসিনের ব্যবস্থাপনা সুষ্ঠভাবে পরিচালনার জন্য নবান্ন থেকে তৈরি হয়েছিল স্টেট স্টিয়ারিং কমিটি, রাজ্য টাস্ক ফোর্স এবং জেলা টাস্ক ফোর্সও। ইতিমধ্যেই স্টেট স্টিয়ারিং কমিটির বৈঠক হয়ে গিয়েছে। আর কিছু দিনের মধ্যেই বৈঠকে বসতে চলেছে জেলা টাস্ক ফওর্সের কর্তারাও। আর কী কী প্রস্তুতি চলছে? স্বাস্থ্যদপ্তরের এক উচ্চ কর্তা বলেন, ‘আপাতত কোল্ডচেন বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের কর্মীদের। যে ২০ হাজার কর্মী ভ্যাকসিন দেবেন, তাঁদেরও প্রশিক্ষণ শুরু হয়েছে।’