নতুন পালক জুড়ল কলকাতা পুলিশের মুকুটে। দেশে সাইবার গোয়েন্দাদের মধ্যে সর্বোচ্চ শিরোপা পেলেন কলকাতা পুলিশের এক আধিকারিক। ‘ইন্ডিয়া সাইবার কপ অফ ইয়ার’ হলেন লালবাজারের সাইবার থানার ইন্সপেক্টর ড্যানিস অতুল লাকরা।
এই খবরে খুশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। শুভেচ্ছা জানিয়েছেন ড্যানিস অতুল লাকরা’র সহকর্মীরাও।ইতিমধ্যে কলকাতা পুলিশের ফেসবুক পেজেও তাঁর এই অনন্য পুরস্কার প্রাপ্তির কথা জানিয়ে পোস্ট করা হয়েছে। সেখানেই তাঁর কাজকে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরাও।
শুক্রবার ‘ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া’-এর বিচারে তাঁকে পুরস্কৃত করা হয়। ‘DSCI এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছেন তিনি। লালবাজার জানিয়েছে, গত জুন মাসে এক পদস্থ সরকারি কর্তাকে মেল পাঠিয়ে পুরস্কারের টোপ দেওয়া হয়। যদিও তিনি সেই ফাঁদে পা দেননি। লালবাজারের সাইবার থানায় এই ব্যাপারে তিনি অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব পান সাইবার থানা গোয়েন্দা আধিকারিক ড্যানিস অতুল লাকরা।
তদন্ত শুরু করে তিনি জানতে পারেন যে, এক নাইজেরিয়ান এই জালিয়াতির চেষ্টা করেছে। তদন্ত করে দশদিনের মধ্যে তিনি দিল্লি থেকে ওই নাইজেরিয়কে গ্রেপ্তার করেন। তিন মাসের মধ্যে সাজাপ্রাপ্ত হয় ওই বিদেশি অভিযুক্ত জালিয়াত। গত বছরও এই পুলিশ আধিকারিক পুরস্কার পেয়েছিলেন। আর এবার দেশের সমস্ত তদন্তকারী সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিচারকরা দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত করলেন কলকাতা পুলিশের এই ইন্সপেক্টরকে।