বাংলার মাটিতে ফের গেরুয়া সন্ত্রাস। কেষ্টপুরের সিদ্ধার্থনগরে তৃণমূলের পার্টি অফিসে লাগল বিধ্বংসী আগুন। অভিযোগের তীর গেরুয়া শিবিরের দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।
আজ ভোরেই পার্টি অফিসে আগুন লাগে। কীভাবে আগুন, তা এখনও জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে। যদিও তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত।
বাগুইআটি থানায় ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার ওয়ার্ড কো-অর্ডিনেটর বিকাশ নস্কর বলেন, আজকে বিকেল সাড়ে চারটে নাগাদ এর প্রতিবাদে মাঝের পাড়া থেকে সিদ্ধার্থ নগর পর্যন্ত মিছিল করা হবে। তারপর এই পার্টি অফিসের সামনেই প্রতিবাদ সভা করা হবে।
প্রথমে স্থানীয়দে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলকর্মীরা। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অফিসে বসেন তৃণমূলের কো অর্ডিনেটর বিকাশ নস্কর ।