জানুয়ারিতে ফিফার সেকেন্ড উইন্ডো শুরু। বদল হবে স্বদেশি ও বিদেশি ফুটবলার। আইএসএলের প্রথম দিকে দল গঠনে চূড়ান্ত অপেশাদারিত্ব দেখিয়েছিল এসসি ইস্ট বেঙ্গল। শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তির আগেই লাল-হলুদের সাবেক কর্তারা ২৭ জন ফুটবলার রিক্রুট করেছিলেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওই ২৭ জনের মধ্যে ৬ জনকে গোয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর প্রথম চারটি ম্যাচে চরম ব্যর্থ হওয়ার পর সেই বাতিলদের মধ্যে মিলন সিং, রিনো অ্যানটাও, অনিল চহ্বান, হরমনপ্রীত সিংদের গোয়ায় ডেকে পাঠান কোচ ফাউলার। নেওয়া হয় রাজু গায়কোয়াড়কেও। কথা চলছে আনাসের সঙ্গে। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে এই নতুন গ্রুপটি অনুশীলন শুরু করবে ২১ ডিসেম্বর।
নতুন বিদেশি হিসেবে স্ট্রাইকার ব্রাইট ও স্টপার কালাম উডস ইতিমধ্যেই গোয়ায় রয়েছেন। ব্রাইটের কোয়ারেন্টাইন পর্ব শুরু হয়েছে বৃহস্পতিবার। ক্যালামের সেই পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি এখন ফিজিও’র অধীনে রয়েছেন। বিএফসি ম্যাচের পর তাঁর প্রতি বিশেষ নজর দেবেন চিফ কোচ রবি ফাউলার। নতুন স্ট্রাইকার ও স্টপার নেওয়ায় বিদেশিদের মধ্যে বাদ পড়তে পারেন অ্যারন। কিন্তু প্রিয়পাত্র স্কট নেভিলকে কি ছাড়বেন ফাউলার? শ্রী সিমেন্টের মুখপাত্রটি বললেন, ‘ড্যানি ফক্স ক্রমশ উন্নতি করছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ট্রেনিং শুরু করবে ও। ফক্সকে ছাড়ার সম্ভাবনা নেই।’
গতকাল এসসি ইস্ট বেঙ্গলের এক শীর্ষ কর্তা বললেন, ‘জানুয়ারিতে আমাদের স্বদেশি গ্রুপে বেশ কিছু পরিবর্তন হবে। নতুন ফুটবলারদের প্র্যাকটিসে দেখবেন কোচ এবং ফিজিও। বিদেশি ফুটবলারদের মধ্যে অন্তত দু’জন বদল হবে। কতজন স্বদেশি ফুটবলার বাদ যাবে তা আমরা আগামী সপ্তাহে ঠিক করব।’