কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। বুধবার দিল্লী-নয়ডার চিল্লা সীমান্ত অবরোধ করল আন্দোলনকারীরা। দিল্লী ঢোকার ওই সীমান্তে বসে পড়েন। এতে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা।
উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে দিল্লী ঢোকার সব রাস্তায় বসে রয়েছেন কৃষকরা। তাঁর দাবি, নতুন ৩ কৃষি আইন ধীরে ধীরে এমএসপি সহায়ক মূল্য তুলে দেবে। কিষান মান্ডির মতো ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হবে। ফলে কৃষকদের কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে থাকতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে রবিবার নয়ডা-দিল্লী লিঙ্ক রোড খালি করে দেন আন্দোলনকারীরা। ফলে নয়ডা ও দিল্লী ভায়া চিল্লা যান চলাচল শুরু হয়। গত ১ ডিসেম্বর থেকে ওই জায়গায় বসেছিলেন আন্দোলনকারীরা। আজ ফের তা অবরোধ করা হল। পূর্ব দিল্লী থেকে রাজধানী থেকে ঢোকার প্রধান প্রবেশদ্বার এই চিল্লা সীমান্ত।
দিন যত গড়াচ্ছে, কৃষকদের মনভাব ততই কঠোর হচ্ছে। তাঁদের দাবি, লড়াই এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে জয় করে ফিরে আসা ছাড়া আর কোনও রাস্তা নেই। এটাই তাঁদের সিদ্ধান্ত।