ধর্ষণের পর ফের খুনের ভয়াবহ ছায়া নেমে এল উত্তরপ্রদেশে। পোষা কুকুরের জন্য রুটি বানিয়ে দিতে রাজি না হওয়ায় নিজের বোনকে গুলি করে হত্যা করল দাদা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে মীরাট জেলার ভাওয়ানপুর অঞ্চলে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। রীতিমতো ভয়ার্ত বাসিন্দারা। খবর পেয়ে অভিযুক্তকে তড়িঘড়ি গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ভাওয়ানপুর এলাকার বাসিন্দা ২৫ বছরের আশিস তার পোষ্য ২০টি কুকুরের জন্য বোন পারুলকে রুটি বানানোর নির্দেশ দেয়। দাদার নির্দেশ মানতে রাজি হয়নি ২৩ বছর বয়সী পারুল। এরপর তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে দুজন। রাগের বশে পকেট থেকে বন্দুক বের করে বোনকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় আশিস। ঘটনাস্থলেই প্রাণ হারায় পারুল।
ঘটনার পরে নিজেই থানায় ফোন করে খুনের কথা জানায় আশিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। তদন্ত শুরু হয়। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। গ্রেপ্তার করা হয় আশিসকে। জেরাও শুরু হয়েছে। কোথা থেকে পিস্তল পেল ওই যুবক, চলছে খোঁজ।