কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে দিল্লী সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। সরকারের সঙ্গে একাধিক বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র না মেলায় প্রতিদিনই তা ধারেভারে আরও বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্র যেভাবে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাতে চাইছে তা ভেস্তে যেতে বাধ্য বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। কৃষক আন্দোলন নিয়ে হওয়া দুটি মামলায় এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পরামর্শ, কৃষকদের এই সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হোক যেখানে সরকারের প্রতিনিধি, দেশের সব প্রান্তের কৃষক নেতা ও অন্যান্যরা থাকবে।
ওই মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি এস এ বোবদে মন্তব্য করেন, খুব শীঘ্রই এটি আন্দোলন একটি সর্বভারতীয় ইস্যু হয়ে যাবে। তাই এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এ নিয়ে বৃহস্পতিবার ফের শুনানি হবে। সরকারের তরফে আদালতে আজ বলা হয়, কেন্দ্র এমন কিছু করবে না যা কৃষক স্বার্থের পরিপন্থী। নতুন আইনের ক্লজ ধরে ধরে আলোচনা হবে। কেন্দ্রের অনেক মন্ত্রীই আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কৃষকরা তাঁদে দাবিতে অনড়। উল্লেখ্য, এখনও পর্যন্ত সরকারের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের ৫ বার আলোচনা হয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ ও রাজনাথ সিং। সরকারের বক্তব্য, নতুন আইনে কিছু সংশোধন করা হবে। কিন্তু কৃষকদের একটাই দাবি, ওই তিন আইন বাতিল করতে হবে।