কঙ্গোর ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা জাক মাঘোমার জোড়া গোল সত্ত্বেও রক্ষণের হতশ্রী পারফরম্যান্সের সৌজন্যে আইএসএলে ফের হারতে হল লাল-হলুদ ব্রিগেডকে। প্রথমার্ধে হায়দ্রাবাদ এফসি এক গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে পরপর তিনটি গোল দেয়। যা নিয়ে ফের নিজের হতাশা উগড়ে দিয়েছেন এস সি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাওলার।
প্রথমার্ধে ভাল খেলার পর দ্বিতীয়ার্ধের দশ মিনিট পর থেকে কীভাবে দলের এমন অধঃপতন, বুঝতেই পারছেন না ফাওলার। চতুর্থ হারের পর লাল-হলুদ কোচ বলেন, “এর চেয়ে অনেক ভাল খেলা উচিত ছিল আমাদের। দু’টো গোল করেছি, এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার। প্রমাণ করেছি যে, গোল করতে পারি। কিন্তু আমাদের মনঃসংযোগ আরও বাড়াতে হবে। বিরতির দশ মিনিট পরেই আমরা পরপর দু’টো গোল খেয়ে গেলাম। প্রথমার্ধে আমরাই এগিয়ে ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হয়েই নিজেদের ‘সুইচ অফ’ করে দিলাম!”
গত ম্যাচে গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট ঘরে তোলার পর কোচ বলে ছিলেন, তাঁর দল দেখিয়ে দিল, কতটা সাহসী ও লড়াকুতারা। মঙ্গলবার অন্য সুর তাঁর কথায়। বলেন, “আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে। এখনই লড়াই শেষ হয়ে যায়নি। ফর্মেশন থেকে মাঠের পারফরম্যান্স, সব জায়গাতেই অনেক সংশোধন প্রয়োজন। দলের ছেলেদের সঙ্গে কথা বলতে হবে। কয়েকজন একেবারেই ভাল খেলতে পারছে না”। এরপরই ফাওলার বলেন যে, “মনে হচ্ছে এই দলটা আই লিগের কথা ভেবে করা হয়েছিল, তার পরে আমরা আইএসএলে খেলার সুযোগ পাই। এ বার খেলোয়াড়দেরই প্রমাণ করতে হবে, তাঁরাও আইএসএলে খেলার যোগ্য।”