আজ বুধবার ৫০ তম বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনেই পাকিস্তানের সেনাকে পরাজিত করে জয় পেয়েছিল ভারত। তৈরি হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
এবার সেই বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে কেন্দ্রের মোদী সরকারকে খোঁচা দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টুইটারে লিখলেন, ‘বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা। এবং ভারতীয় সেনার বিক্রমকে স্যালুট। এই ঐতিহাসিক ঘটনা সেই সময়কার, যখন প্রতিবেশী দেশের মানুষ ভারতীয় প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখতেন। ভারতের সীমানা পার করতে শত্রুরা ভয় পেত।’ লাদাখ সীমান্তে চীনের আগ্রাসন নিয়েই যে নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল তা বলাই বাহুল্য।