গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘দুয়ারে সরকার’ প্রকল্পের প্রচারে সকলকে উৎসবের মেজাজে বাড়ি বাড়ি যেতে। আর আজ মমতার কথা মত সেই উৎসবের মেজাজই দেখা গেল তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায়। গত দশ বছরে সরকারের কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তৈরি করেছে তৃণমূল। আর সেই রিপোর্ট কার্ড নিয়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি প্রচার।
তৃণমূলের এই রিপোর্ট কার্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পকেট ক্যালেন্ডারও তুলে দেওয়া হচ্ছে জনগণের হাতে। সোমবার জলপাইগুড়ি গিয়ে মুখ্যমন্ত্রী দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন উৎসবের মেজাজে বাড়ি বাড়ি যেতে। সেই নির্দেশ মেনেই আজ চুঁচুড়ার বিধায়ক মানুষের দুয়ারে পৌঁছলেন বাউল গান সঙ্গে নিয়ে।
বাউল শিল্পীদের সঙ্গে গলা মেলান মহিলা তৃণমূল কর্মীরা। গান গেয়ে পাড়ায় পাড়ায় হয় বঙ্গধ্বনি যাত্রা। চুঁচু্ড়া পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের কেওটা এলাকায় চলে প্রচার। বিধায়ক অসিত মজুমদার জানান, ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে সরকার মানুষের বাড়ির কাছে পৌঁছে গেছে। আর বঙ্গধ্বনির মাধ্যমে তৃণমূল কর্মীরা ১০ বছরের রিপোর্ট কার্ড হাতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। তিনি বলেন,‘‘এতে ব্যাপক সাড়া পড়েছে। মানুষের কোনও সমস্যা থাকলে যেমন তা দূর করার চেষ্টা হচ্ছে তেমনি গত দশ বছরে সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ানও তুলে ধরা হচ্ছে।’’